• রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
logoLeft জেলা পরিষদ, ময়মনসিংহ ।
logoLeft

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
খবর:
স্বাগতম জেলা পরিষদ, ময়মনসিংহ । ফোন: ০৯১-৬৫৮৬৪ । ফ্যাক্স: ০৯১-৬৬০৮১ । ইমেইল: ceozpmym@gmail.com - ময়মনসিংহ জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে শিক্ষা বৃত্তি প্রদানের জন্য ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা, গরীব ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী যারা ২০২৩ সালের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তাদেরকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এককালীন বৃত্তি প্রদানের জন্য আগামী ৩০ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। - e-Tender Notice-02=2023-2024 Download Click here - e-Tender Notice-03=2023-2024 Download Click here

নাগরিক সেবা

জেলা পরিষদ, ময়মনসিংহ

www.zpmymensingh.org.bd

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen Charter)

২.১ নাগরিক সেবাসমূহ:

ক্রম সেবার নাম সেবা প্রদানের  সর্বোচ্চ সময় প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান (প্রযোজ্য ক্ষেত্রে) সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি(যদি থাকে) শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল
০১ বিভিন্ন ধরনের চিঠি পত্র গ্রহণ। ১ (এক) কর্মদিবস লিখিতভাবে আবেদন করতে হবে। সাধারণ শাখাকক্ষ নং-১০৬ প্রযোজ্য নয়। ১. নির্বাহী কর্মকর্তা ২. উচ্চমান সহকারী/প্রশাসন শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৬) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
০২ জেলা পরিষদের ব্যবহারযোগ্য জমি ও রোড রোলার একসনা ইজারা/ভাড়া। ৪৫ (পঁয়তাল্লিশ) কর্মদিবস(মাসিক সভার সিদ্ধান্ত সাপেক্ষে) ১. বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফরমে আবেদন।২. আবেদনকারীর ২ (কপি) ছবি।৩. জাতীয় পরিচয়পত্র৪. প্রযোজ্য ক্ষেত্রে পার্শ্ববর্তী জমির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্রের ছায়ালিপি (যদি থাকে)। প্রশাসন শাখা/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৮) ১. ফরম-৫০০/-২. ভাড়া/ ইজারা ফি-নির্ধারিত হারে। ১. নির্বাহী কর্মকর্তা ২. সার্ভেয়ার/ সংশ্লিষ্ট সহকারী।প্রশাসন/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
০৩ একসনা প্রদত্ত জমির ইজারা/ ভাড়া নবায়ন। ৪৫ (পঁয়তাল্লিশ) কর্মদিবস(মাসিক সভার সিদ্ধান্ত সাপেক্ষে) ১.নির্ধারিত ফরমে আবেদন।২. বিগত বছরের ভাড়া/ইজারা ফি জমাদানের রশিদের ছায়ালিপি। প্রশাসন/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৮) ১. ফরম-৫০০/-২. ভাড়া/ ইজারা ফি-নির্ধারিত হারে। ১. নির্বাহী কর্মকর্তা ২. সার্ভেয়ার/ সংশ্লিষ্ট সহকারী।প্রশাসন/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
০৪ জেলা পরিষদের মালিকানাধীন অফিস/বাসা বরাদ্দ, নবায়ন ও ভাড়া আদায়। স্বয়ং সম্পূর্ণ আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে। ১. বাসা/অফিস বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনকারীর স্ব-ব্যাখ্যাত আবেদন।২. নবায়নের ক্ষেত্রে বিগত মাসের ভাড়া জমা রশিদের ছায়ালিপি। সাধারণ শাখাকক্ষ নং-১০৬ প্রযোজ্য নয়। ১. নির্বাহী কর্মকর্তা ২. উচ্চমান সহকারীপ্রশাসন শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৬) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
০৫ মেধাবী ও অস্বচ্ছল পরিবারের ছাত্র/ ছাত্রীদের শিক্ষা বৃত্তি (বিগত বছরের এস.এস.সি/ সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী  (ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা) নির্ধারিত সময়ের মধ্যে স্বয়ং সম্পূর্ণ আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) কর্মদিবসের মধ্যে। ১.বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নির্ধারিত ফরমে আবেদন।২. আবেদনের সাথে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্র। সাধারণ শাখাকক্ষ নং-১০৬ জেলা পরিষদের ওয়েব সাইটে প্রদত্ত ফরম
(www.zpmymensingh.org.bd)
১. নির্বাহী কর্মকর্তা ২. সংশ্লিষ্ট সহকারী।প্রশাসন শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৬) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
06 ঠিকাদারী লাইসেন্স প্রদান। স্বয়ং সম্পূর্ণ প্রস্তাব প্রাপ্তির ৩০ (ত্রিশ) কর্ম দিবস। অর্থবছরের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন। সাধারণ শাখাকক্ষ নং-১০৬ ১.ফরম-১০০০/-২.লাইসেন্স ফি-নির্ধারিত হারে। ১. সহকারী প্রকৌশলী ২. উচ্চমান সহকারীপ্রকৌশল শাখা(কক্ষ নং-১০৩ ও ১০৬) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
07 ঠিকাদারী লাইসেন্স নবায়ন 7 (mvZ) Kg©w`em অর্থবছরের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নবায়ন ফি জমাদানের রশিদসহ মূল লাইসেন্স বহি। সাধারণ শাখাকক্ষ নং-১০৬ লাইসেন্স নবায়ন ফি-নির্ধারিত হারে। ১. সহকারী প্রকৌশলী ২. উচ্চমান সহকারীপ্রকৌশল শাখা(কক্ষ নং-১০৩ ও ১০৬) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
08 জেলা পরিষদের মালিকানাধীন অডিটরিয়াম কাম মিলনায়তন (মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ) ভাড়া। ৩ (তিন) কর্মদিবস ব্যক্তিগতভাবে লিখিত বা টেলিফোনে যোগাযোগ। হিসাবরক্ষক/সংশ্লিষ্ট অডিটরিয়ামের কেয়ারকেটার। ভাড়া-নির্ধারিত হারে। ১. নির্বাহী কর্মকর্তা ২. হিসাব রক্ষকপ্রশাসন শাখা(কক্ষ নং-২০৩ ও ২০২) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
09 জেলা পরিষদের মালিকানাধীন সুপার মার্কেট/যাত্রী ছাউনীর দোকান বরাদ্দ। উদ্ধৃত দর অনুমোদিত হওয়ার ৩০ (ত্রিশ) কর্ম দিবস। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। প্রকৌশল শাখাকক্ষ নং-১০৮ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত মোতাবেক সালামী/ জামানতের মাধ্যমে। ১. নির্বাহী কর্মকর্তা ২. সার্ভেয়ার/ সংশ্লিষ্ট সহকারী।প্রশাসন/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
10 জেলা পরিষদ সুপার মার্কেট  (তারাকান্দা, ঈশ্বরগঞ্জ ও সদর সুপার মার্কেট) এবং বিভিন্ন উপজেলায় যাত্রী ছাউনীর সংযুক্ত দোকান ভাড়া। ৭ (সাত) কর্মদিবস পূর্ববর্তী মাসের ভাড়া পরিশোধের রশিদ সহ পরবর্তী মাসের ১ম সপ্তাহের মধ্যে জেলা পরিষদের নির্ধারিত চালানের মাধ্যমে ব্যাংকে জমা প্রদান। প্রকৌশল শাখাকক্ষ নং-১০৮ চূক্তিপত্রে উল্লিখিত হারে। ১. নির্বাহী কর্মকর্তা ২. সার্ভেয়ার/ হিসাব রক্ষকপ্রশাসন/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩, ২০২ ও ১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
11 জেলা পরিষদের মালিকানাধীন ফেরীঘাট ইজারা। উদ্ধৃত দর অনুমোদিত হওয়ার ৩০ (ত্রিশ) কর্ম দিবস। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। ১. প্রকৌশল শাখা, জেলা পরিষদ২. স্থানীয় সরকার (জেলা প্রশাসকের কার্যালয়), ময়মনসিংহ দরপত্রে উল্লিখিত শর্ত মোতাবেক সর্বোচ্চ ডাক। ১. নির্বাহী কর্মকর্তা ২. সার্ভেয়ার/ হিসাব রক্ষকপ্রশাসন/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩, ২০২ ও ১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
12 ডাকবাংলোর সিট বরাদ্দ। ৩ (তিন) কর্মদিবস সরকারি/বেসরকারি/সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও জনসাধারন লিখিতভাবে আবেদন করতে হবে।সিট খালি থাকা সাপেক্ষে বরাদ্দ প্রদান। সিট ভাড়া-নির্ধারিত হারে। ১.সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার২. সংশ্লিষ্ট ডাকবাংলো কেয়ারকেটার। প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
13 ক্রীড়া/সংস্কৃতি/জাতীয় কর্মসূচী/ধর্মীয়/সামাজিক কল্যাণমূলক খাতে অনুদান। ৩০ (ত্রিশ) কর্মদিবস লিখিতভাবে আবেদন করতে হবে। বাজেট বরাদ্দ এবং জেলা পরিষদ মাসিক সভার অনুমোদন সাপেক্ষে অনুদান প্রদান। সাধারণ শাখাকক্ষ নং-২০৩ ও ২০২ স্ব-ব্যাখ্যাত আবেদন ১. নির্বাহী কর্মকর্তা ২. হিসাবরক্ষক প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
14 রাস্তাঘাট/পুল/ব্রীজ/শিক্ষা প্রতিষ্ঠান/ধর্মীয়/সামজিক/জনস্বাস্থ্য ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহন। ১২০(একশত বিশ) কর্মদিবস সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্যদের সুপারিশসহ  জনপ্রতিনিধি/ জনসাধারণ/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লিখিতভাবে আবেদন করতে হবে। বাজেট বরাদ্দ ও জেলা পরিষদ মাসিক সভার সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার বিভাগের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্প বাস্তবায়ন। সাধারণ শাখাকক্ষ নং-১০৬ স্ব-ব্যাখ্যাত আবেদন ১. নির্বাহী কর্মকর্তা ২. প্রধান সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
15 ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাস্তবায়িত কাজের বিল পরিশোধ। ১৫ (পনের) কর্মদিবস বিল পরিশোধের স্বয়ং সম্পূর্ণ আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট সহকারী/ উপ সহকারী প্রকৌশলী সরেজমিনে প্রকল্প কাজ পরির্দশন করে প্রাক্কলন মোতাবেক কাজ সম্পন্ন হলে বিল পরিশোধের কার্যক্রম গ্রহণ করবে। প্রকৌশল শাখা/হিসাব শাখাকক্ষ নং-১০৪/১০৫/ ১০৬/১০৮ ও ২০২ প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব-ব্যাখ্যাত আবেদন ১. নির্বাহী কর্মকর্তা ২. সহকারী প্রকৌশলী২. হিসাব রক্ষক/সংশ্লিষ্ট সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
16. দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক/যুবা মহিলাদের কম্পিউটার/সেলাই/ ড্রাইভিং প্রশিক্ষণ। ৬০(ষাট) কর্মদিবস ১. ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা বেকার যুবক/যুবা মহিলা।২. বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন। সাধারন শাখাকক্ষ নং-২১০ প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে আবেদন ১. নির্বাহী কর্মকর্তা ২. উচ্চমান সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
17. জেলা পরিষদের মালিকানাধীন পুকুর ইজারা। উদ্ধৃত দর অনুমোদিত হওয়ার ৩০ (ত্রিশ) কর্ম দিবস। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। প্রকৌশল শাখাকক্ষ নং-১০৮ ১. ফরম-৫০০/-২. ভাড়া/ ইজারা ফি-নির্ধারিত হারে। ১. নির্বাহী কর্মকর্তা ২. সার্ভেয়ার/ সংশ্লিষ্ট সহকারী।প্রশাসন/প্রকৌশল শাখা(কক্ষ নং-২০৩ ও ১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com
18. জেলা পরিষদ সম্মেলন কক্ষ ভাড়া  (জেলা পরিষদ ভবন, ৩য় তলা)। ৩ (তিন) কর্মদিবস লিখিতভাবে আবেদন করতে হবে। গোপনীয় শাখাকক্ষ নং-১০২ ভাড়া-নির্ধারিত হারে। ১. নির্বাহী কর্মকর্তা ২. গোপনীয় সহকারীপ্রশাসন শাখা(কক্ষ নং-২০৩ ও ২০২) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com

২.২ প্রাতিষ্ঠানিক সেবা:

ক্রম সেবার নাম সেবা প্রদানের  সর্বোচ্চ সময় প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান (প্রযোজ্য ক্ষেত্রে) সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি(যদি থাকে) শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল
01. মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা কর্তৃক চাহিত তথ্যাদি প্রেরণ ৭ (সাত) কর্মদিবস নির্ধারিত ছক/চাহিদা অনুযায়ী তথ্যাদি প্রস্তুত। সাধারণ শাখাপ্রকৌশলকক্ষ নং-১০৬ প্রযোজ্য নয়। ১. নির্বাহী কর্মকর্তা ২. সহকারী প্রকৌশলী৩. সংশ্লিষ্ট সহকারীকক্ষ নং-২০৩, ১০৩ও ১০৬-১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com

২.৩ অভ্যন্তরীণ সেবা:

ক্রম সেবার নাম সেবা প্রদানের  সর্বোচ্চ সময় প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান (প্রযোজ্য ক্ষেত্রে) সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি(যদি থাকে) শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল
01. বেতন-ভাতাদি/ছুটি/জিপিএফ/ঋণ/ উৎসব ভাতা/অগ্রিম/বিবিধ। ৭ (সাত) কর্মদিবস প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বব্যাখ্যাত আবেদন। সাধারণ শাখাকক্ষ নং-১০৮ ও ২০২ প্রযোজ্য নয়। ১. নির্বাহী কর্মকর্তা ২. হিসাব রক্ষক৩. সংশ্লিষ্ট সহকারীকক্ষ নং-২০৩, ১০৩ও ১০৬-১০৮) প্রধান নির্বাহী কর্মকর্তা(কক্ষ নং-১০১)É ০৯১৬৫৮৬৪ceozpmym@gmail.com

 

৩) আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবা: প্রযোজ্য নয়।

৪) আপনার কাছে আমাদের প্রত্যাশা:

ক্রমিক প্রতিশ্রুত/কাক্সিক্ষত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়
১। স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান।
২। যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা।
৩। সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা।

 


৫) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (এজঝ):

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুনতার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে  যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন

ক্রমিক কখন যোগাযোগ করবেন কার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নিষ্পত্তির সময়সীমা
০১. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে। অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) নাম ও পদবি: নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ময়মনসিংহ।ফোন: ০৯১-৬৬১০৭ (অফিস)ইমেইল: ceozpmym@gmail.comওয়েব: www.zpmymensingh.org.bd ৩০ কার্যদিবস
০২. অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে। আপিল কর্মকর্তা নাম ও পদবি: প্রধান নির্বাহী কর্মকর্তাফোন: ০৯১-৬৫৮৬৪ (অফিস)

ইমেইল: ceozpmym@gmail.com

ওয়েব: www.zpmymensingh.org.bd

২০ কার্যদিবস
০৩. আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে। স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ৬০ কার্যদিবস

 

 

জরুরী প্রয়োজনে যোগাযোগ:      ১. প্রধান নির্বাহী কর্মকর্তা: ০৯১৬৫৮৬৪ (অফিস)                               ২. নির্বাহী কর্মকর্তা: ০৯১৬৬১০৭ (অফিস)

৩. সহকারী প্রকৌশলী: ০৯১৬৫৯০৭ (অফিস)                                   ৪. উচ্চমান সহকারী: ০১৯৯৩৩২১৬১১ (অফিস)

 

 

 

প্রধান নির্বাহী কর্মকর্তা

জেলা পরিষদ, ময়মনসিংহ

ফোন: ০৯১-৬৫৮৬৪ (অফিস)

ফ্যাক্স: ০৯১-৬৬০৮১ (অফিস)

ই-মেইল: ceozpmym@gmail.com

চেয়ারম্যান
Chairman জনাব ইউসুফ খান পাঠান
বিস্তারিত
প্রধান নির্বাহী কর্মকর্তা
CEO জনাব লীরা তরফদার
বিস্তারিত
জরুরী হটলাইন
Hotline.

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   01-04-2024 06:36:39

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটি ০১৯৪৮২৬৩৩৫৮ / ০১৭২৯৭২৪২৩২